ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৮০৫

চাঁদ দেখা গেছে, রোজা শুরু মঙ্গলবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১৬ ৬ মে ২০১৯  

দেশের আকাশে পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে রোজা শুরু হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারি পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় সারাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র সিয়াম সাধনার মাস। আজ রাতের প্রথমভাগে তারাবিহ পড়তে হবে। আর শেষ রাতে সেহরি খেতে হবে।  

এবার গ্রীষ্মকালে রোজা হচ্ছে। ফলে মুসলিমদের বেশ কষ্ট করতে হবে। প্রায় সাড়ে ১৪ ঘণ্টা সব ধরণের খাবার, পানাহার, অনাচার থেকে সংযত থাকতে হবে। মূলত এটি সংযম পালনেরই মাস।

উল্লেখ্য, ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

ধর্ম বিভাগের পাঠকপ্রিয় খবর